সম্পর্ক শেষ হওয়ার পরেও সুতপাই (Sutapa Chowdhury) নাকি উস্কানি দিত বারবার, দেখা করতে বলত সুশান্তকে (Sushanta), দাবি বহরমপুর খুনে (Murshidabad murder) অভিযুক্তের পিসি রানি চৌধুরীর। পিসির দাবি, সুতপাই তাঁর ভাইপোকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দেননি। ক্লাবের ছেলেদের ডেকে মারধর করার ঘটনায় সুশান্তের মনে রাগ তৈরি হওয়াতেই সুতপাকে খুন করেছে ভাইপো, ধারণা পিসির।
পিসির বাড়িতে থেকেই বড় হয়েছে সুশান্ত। রানির দাবি পিসেমশাই বাবা সবাই পুলিশে চাকরি করত বলে কড়া শাসনের মধ্যেই বড় হয়েছে সুশান্ত। ভাইপো এমন একটা কাণ্ড ঘটাতে পারেন, বিশ্বাসই হচ্ছে না তাঁর। রানির অভিযোগ, সুশান্ত সম্পর্কের কথা ভুলে যেতে চেয়েছিল। সুতপাই তা হতে দেয়নি। বার বার দেখা করতে বলে সুতপাই ‘উস্কে’ দিতেন বলে দাবি করেন।
সুতপাকে খুন করার পর মেসে ফিরেছিল সুশান্ত, এখনও বিস্ময় কাটছে না মেসমালিকের
সুতপার কাছ থেকে দূরে রাখতে সুশান্তকে ক্লাবের ছেলেদের দিয়ে ধমক দেওয়া হয়েছিল। সুশান্তের পরিবারের অভিযোগ, ছেলেকে মারধরও করা হয়েছিল সেই সময়। সেই প্রসঙ্গেই রানি বলেন, ‘‘ওদের (সুশান্ত ও সুতপা) মধ্যে ১০ বছর সম্পর্ক ছিল। এতগুলো বছরে ওই মেয়েটাকে কত দামি দামি গিফ্ট কিনে দিয়েছে সুশান্ত। কত ভালবাসত! তার পরেও ক্লাবের ছেলে ডেকে ওকে মার খাইয়েছিল ওরা। হয়তো সেই রাগ থেকেই এই সব করে ফেলেছে ছেলেটা।’’