সুশান্তের বিরুদ্ধে আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সুতপার বাবা (Sutapa Chowdhury Murder Update) । প্রায় বছর পাঁচেক আগে, মেয়েকে উত্যক্ত করার জন্য সুশান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন । বহরমপুর (Berhampore Murder Update) পুলিশের তদন্তকারী আধিকারিকদের এমনটাই জানিয়েছেন সুতপার বাবা স্বাধীন চৌধুরী ।
সুতপার বাবা জানান, ২০১৭ সালে পুলিশের কাছে গিয়ে সুশান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি । যদিও, সেইসময় পুলিশ সুশান্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছিল কি না সেই বিষয়ে কিছুই জানেন না সুতপার বাবা । তিনি এতদিন এই বিষয়ে কেন কিছু জানাননি, তা জানতে চাওয়া হলে সুতপার বাবা বলেন, তিনি ওই ঘটনার কথা ভুলে গিয়েছিলেন ।
সুতপা খুনের পরই তাঁর বাবা-মা জানিয়েছিলেন, বহু দিন ধরেই সুতপাকে উত্যক্ত করত সুশান্ত । এমনকী, সুতপা ও তাঁর মাকে নিয়মিত খুনের হুমকি দিত সুশান্ত । সেইসময় সুতপার বাবা জানিয়েছিলেন, অতিষ্ট হয়ে সুতপা প্রায়ই তাঁদের সুশান্তের বিরুদ্ধে পুলিশে নালিশ জানাতে বলতেন । পেশায় স্কুল শিক্ষক স্বাধীন মেয়ের কথা মেনে তখনই পুলিশে যাননি । ভয় পেয়েছিলেন । সুতপার বাবা জানিয়েছিলেন, সুশান্তের (Sushanta Chowdhury) বাবা যেহেতু পুলিশে কাজ করেন, সেক্ষেত্রে সুশান্তকে গ্রেফতার করা হলেও সে জামিন পেয়ে যাবে । এবং পরে সুশান্ত এসে তাঁদের উপর চড়াও হবে ।
এই মুহূর্তে মালদহে রয়েছেন বহরমপুর পুলিশের তদন্তকারী আধিকারিকরা । সুশান্তকেও মালদহে নিয়ে আসা হয়েছে । সুশান্তের দাবি, তার সঙ্গে সুতপার বিয়ে হয়েছে । সুশান্তের দাবি আদৌ কতটা সত্যি, তা যাচাইয়ের জন্য সুশান্তকে মালদহে নিয়ে আসা হয়েছে । এই বিষয়ে সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলতে তাদের গ্রামেও যেতে পারেন তদন্তকারীরা । এদিকে, সুশান্ত কোথা থেকে ধারালো অস্ত্র কিনেছিল, সেই দোকানেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা । দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।