তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম শ্যাম বাবু রায়। বয়স ৩৪ বছর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েছিলেন ওই তৃণমূলকর্মী। ফিরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই শ্যাম বাবুর উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী দল। এরপর আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে র্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন - মুর্শিদাবাদে জনসংযোগ হাতিয়ার, ফরাক্কায় বিড়ি শ্রমিকদের মাঝে রাহুল গান্ধী
মৃত ওই তৃণমূল কর্মীর দাবি, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে শ্যামবাবুকে। অভিযোগের আঙুল নির্দলের দিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।