লোকসভা নির্বাচনে বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারে নেমে পড়বেন প্রাক্তন ক্রিকেট তারকা। তাই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ব্যস্ততা তুঙ্গে। হিন্দিভাষী ইউসুফ কীভাবে বাংলার মাটিতে প্রচার করবেন! তাঁর জন্য দোভাষী রাখা হচ্ছে। বহরমপুরে কোথায় কোথায় প্রচার করবেন, তা নিয়ে রুটম্যাপও তৈরি করছে দল। গুজরাতি রান্নায় পারদর্শী এমন এক বাবুর্চিকে বহরমপুরে আনার পরিকল্পনাও করা হচ্ছে বলে খবর জেলা তৃণমূল সূত্রে।
লোকসভা নির্বাচনে কম সময় অনেকটা এলাকায় প্রচার সারতে হবে। বহরমপুর অচেনা জায়গা ইউসুফ পাঠানের। তারকা প্রার্থীর প্রচারে তারকা প্রার্থীকে সাহায্য করবেন জেলা নেতৃত্ব। রুটম্যাপ তৈরি করে তাই প্রচার করা হবে। জেলা নেতৃত্বের একাংশের মতে, বাংলা ভাষা ও খাবারের সঙ্গে মানাতেও সমস্যা হবে পাঠানের। দলীয় সূত্রে খবর, বিধানসভা ভিত্তিক দোভাষীদের একটি দল তৈরি করে প্রচারে সাহায্য করা হবে তাঁকে।
ব্রিগেডের মঞ্চে ইউসুফ পাঠানের নাম ঘোষণার পরই তৃণমূলের জেলা নির্বাচনী কমিটি প্রার্থী-প্রচার নিয়ে গোপন বৈঠক সেরে ফেলেছে। ব্রিগেডের বৈঠকের পর জেলা সভাপতি অপূর্ব সরকারকে বেশ কিছু নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই অনুযায়ী বহরমপুর কেন্দ্রে প্রচার কৌশল নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরে নিয়েছেন জেলা সভাপতি।
বহরমপুরে আসার পর ইউসুফ পাঠান কোথায় উঠবেন, কোথায় থাকবেন, সেই বিষয় মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলার দুই নেতাকে।