বোমা, গুলি, গ্যাস। সকাল থেকে বিকেল, শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে মৃত্যুমিছিল। সূত্রের খবর, শনিবার সন্ধে পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৭। রাজ্যে মোট গুলিবিদ্ধ হয়েছেন ২৪ জন। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। প্রাণহানির ঘটনায় শীর্ষে মুর্শিদাবাদ।
রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর, কোচবিহার। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায রানিনগর, ডোমকল, সূতি, বেলডাঙায় একাধিক হিংসার ঘটনা ঘটে। এদিন এই জেলায় মৃত্যু হয়েছে মোট ৬ জনের। একমাত্র মুর্শিদাবাদেই আহতের সংখ্যা ২০০। সেই কারণে মেডিকেল কলেজে বেডসংখ্যাও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত হিংসায় মৃত্যুতালিকায় শীর্ষে মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ আরও ২৪
এদিকে উত্তর দিনাজপুর, নদিয়া, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় রাজনৈতিক হিংয় মৃত্যু হয়েছে।