ব্যবসায়ী পুত্র খুনের ঘটনায় ৩ দিনের মধ্যে রহস্যভেদ বহরমপুর পুলিশের। গত ২৯ সেপ্টেম্বর বাপ্পা মন্ডল নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। মুক্তিপণের দাবিতে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। রবিবার আক্রম শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আক্রম ও বাপ্পা পূর্ব পরিচিত। টাকা পয়সা লেনদেন নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা। পুলিশি জেরায় এমনই জানিয়েছে আক্রম। রবিবার সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার শবরী রাজকুমার। তিনি জানান, এর আগেও অপরাধে নাম জড়িয়েছে আক্রমের। তদন্ত এখনও চলছে। জেরায় আক্রম জানিয়েছে, সে একাই এই ঘটনায় যুক্ত। তার টাকার দরকার ছিল। বাপ্পার কাছে অনেকগুলো টাকা আটকে ছিল। বারবার চেয়েও পায়নি বলে অভিযোগ ধৃতের। পুলিশ সুপার জানান, ২৮ সেপ্টেম্বর আটঘাট বেঁধেই বাপ্পাকে ফোন করে ডেকে পাঠায় আক্রম। সেখানেই খুন করে বলে অনুমান পুলিশের। এখনও তদন্ত চলছে।
পরিবার সূত্রে খবর, ঘটনার দিন সন্ধে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোন বাপ্পা। রাত ৮টা ৫ নাগাদ মুক্তিপণ চেয়ে বাপ্পার বাবার কাছে ফোন আসে। বাপ্পার ফোন ব্যবহার করেই কল যায় বলে অভিযোগ পরিবারের। বহরমপুর থানায় গিয়ে যোগাযোগ করে মুক্তিপণ দিতে চায় পরিবার। কিন্তু আর ফোনে যোগাযোগ করা যায়নি। পরের দিনই দেহ উদ্ধার করা হয় বাপ্পার। পুলিশের অনুমান, বাপ্পাকে খুনের পরই বাড়িতে ফোন করেছিল অভিযুক্ত আক্রম।