সতেরো বছরের এক ছাত্রের (Kolkata Minor Death) মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে । শুক্রবারই মারা যায় নাকতলার বাসিন্দা স্কুলের ছাত্র স্নেহাংশু সেনগুপ্ত । এদিন, তার দেহ দাহ করতে কেওড়াতলা শ্মশানেও নিয়ে যায় পরিবারের লোকেরা । কিন্তু, দাহ করার সময় তাঁদের সন্দেহ হয় স্নেহাংশু-র মৃত্যু অস্বাভাবিক (Student Death) । বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে কেওড়াতলা শ্মশান থেকে দেহ মর্গে পাঠাল নেতাজিনগর থানার পুলিশ ।
জানা গিয়েছে, কয়েকদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র । তাকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা । শারীরিক অবস্থার অবনতি হলে এরপর তাকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু, সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয় ।
আরও পড়ুন, Bangladesh To Open Padma Bridge: ১৫০ কিলোমিটার দূরত্ব কমছে কলকাতা-ঢাকার, খুলছে বাংলাদেশের পদ্মা সেতু
প্রথমে কোনও ময়নাতদন্তের প্রশ্ন ওঠেনি । এদিন, বিকেলেই পরিবারের লোকেরা দেহ দাহ করতে নিয়ে যায় কেওড়াতলা শ্মশানে । সেইসময় সেখানে ওই কিশোরের এক আত্মীয় দেহটি দেখার পরই তাঁর সন্দেহ হয় । তিনি মতে, কিশোরের মৃত্যু স্বাভাবিক নয় । এর পিছনে কোনও রহস্য আছে । তারপরই এই বিষয়ে পদক্ষেপ করে তার পরিবার । শ্মশান কর্তৃপক্ষকে তাঁরা জানিয়ে দেন, ওই কিশোরের দেহ তাঁরা দাহ করতে রাজি নন । এদিন সন্ধের পর পরিবারের লোকেরা নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন । তারই ভিত্তিতে পুলিশ শ্মশান থেকে দেহটি এনে মর্গে পাঠায়।