কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ফাস্ট ইয়ারের ছাত্রের রহস্যমৃত্যু। গত রবিবার হাবড়ার বাসিন্দা স্বাগত বনিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পাঁশকুড়া রেললাইনের পাশে। বাড়িতে বলে গিয়েছিলেন, শিয়ালদহ যাচ্ছি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কীভাবে তিনি গিয়েছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মেধাবী ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় বন্ধুদের দিকেই সন্দেহের তির পরিবারের।
গত ৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে শিয়ালদহ যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন স্বাগত। সুরেন্দ্রনাথ কলেজের স্ট্যাটিস্টিক্সের ছাত্র তিনি। মোবাইলও বাড়িতে ফেলে যান। এর পর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি। হাবড়া থানায় মিসিং ডায়েরি করে পরিবার। পুলিশ গভীর রাতে খোঁজ পায় স্বাগতের। পাঁশকুড়ার ক্ষীরাই স্টেশনের কাছে ক্ষতবিক্ষত একটি দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, দেহটি স্বাগতের।
আরও পড়ুন: কসবার ঘটনায় থানায় তলব শিক্ষকদের, আরও ফুটেজ দেখছেন তদন্তকারীরা
পরিবারের দাবি, স্বাগতের কোনও বন্ধুর বাড়ি ওই এলাকায় নয়। শিয়ালদহে প্রজেক্টের বাইন্ডিং নিয়ে ফেরার কথা তাঁর। প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তও দাবি করেছে পরিবার।