অতীতে ভোটে লড়েননি। কিন্তু এই প্রথম জেলা পরিষদের প্রার্থী হয়েই জয় লাভ করলেন একদা অনুব্রত মণ্ডল বিরোধী কাজল শেখ। জানা গিয়েছে ৪৪ হাজার ভোটে জিতেছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনে লড়ার পাশাপাশি জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বও ছিল কাজলের কাঁধে। গ্রেফতার হওয়ার পরেও জেলা সভাপতি পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে একটি কোর কমিটি তৈরি করা হয়। যার সদস্য ছিলেন কাজল শেখ।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বীরভূম জেলায় যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে গ্রাম পঞ্চায়েতের মোট ২৮৫৯টি আসনের মধ্যে ১৫৫২টি আসনই নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস শিবির। অন্যদিকে বাম-কংগ্রেসের দখলে গেছে ১৫১টি আসন এবং বিজেপির দখলে ৭৮টি আসন রয়েছে।