কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। তার মধ্যে রয়েছেন মালগাড়ির চালক। ঘটনায় আহত প্রায় ২৫ থেকে ৩০ জন। প্রশাসনের তরফে এই খবর জানানো হয়েছে।
কার্শিয়ংয়ের অ্য়াডিশনাল পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গ্যাস কাটার দিয়ে বগি কেটে দেহ বের করতে হবে। আহতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More- মালগাড়ির ধাক্কায় উল্টে গেল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২টি কামরা, আহত বহু যাত্রী
কী ঘটেছে?
সোমবার সকালে আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় দুটি বগি পুরোপুরি উল্টে গিয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে।