রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের। ১৭ এপ্রিল, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি। শনিবার এমনই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি ও সরকার অধীনস্থ সব প্রতিষ্ঠানে ছুটি থাবে।
গত কয়েকবছর ধরে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের একাধিক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা, বিজেপিকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের
যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়ে, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। বালায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন-সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয়। এবার তাতে রামনবমীও থাকবে।