আর বিমা সংস্থা নয়, স্বাস্থ্যসাথীর (swasthya sathi) টাকা এবার থেকে হাসপাতালকে সরাসরি মেটাবে রাজ্য সরকার (State Govt)। স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে বিমা সংস্থাকে পাকাপাকি ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।
স্বাস্থ্যসাথী প্রকল্পে ‘ইনশিয়োরেন্স মোড’ আর থাকবে না। থাকবে শুধু ‘অ্যাশিয়োরেন্স মোড’। এত দিন দু’টি পদ্ধতিই চালু ছিল।
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, নতুন নিয়মে বেসরকারি হাসপাতালের টাকা আর বেশি দিন ধরে বকেয়া থাকবে না।
NASA: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
কলকাতার বিভিন্ন কর্পোরেট হাসপাতালের অবশ্য বক্তব্য, বিমা সংস্থার বদলে সরাসরি টাকা দিতে শুরু করার আগে সরকারের উচিত, স্বাস্থ্যসাথীতে চিকিৎসার খরচ পরিমার্জন করা। এত কম টাকায় কর্পোরেট হাসপাতালে চিকিৎসা অসম্ভব।
স্বাস্থ্য দফতরের বক্তব্য, সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে সরাসরি চিকিৎসার খরচ মেটালে রোগীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করার আগে এত দিন বিমা সংস্থার অনুমোদনের জন্য যে-দীর্ঘ অপেক্ষা করতে হত, তা করতে হবে না। কিস্তির অতিরিক্ত টাকা গুনতে হবে না সরকারকেও।