রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অনিয়মের অভিযোগ। এবার অভিযোগ জানাতে কমিটি তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। কমিটির মাথায় থাকছেন এসএসকেএম-এর ভিজিটিং কনসালট্যান্ট সৌরভ দত্ত। আরও ৬ সদস্যকেও রাখা হচ্ছে ওই কমিটিতে। স্বাস্থ্যক্ষেত্রে কোনও অনিয়ম বা অভিযোগ থাকলে কমিটিকে ইমেলে তা জানানো যাবে। মঙ্গলবার এমনই এক নোটিস দিয়েছে নবান্ন। এই কমিটির অফিস হবে সল্টলেকের স্বাস্থ্যভবনে।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের মেডিকেল কলেজ-গুলিতে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি উঠেছে। সোমবার রাতেই এই নিয়ে একগুচ্ছ দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে আরজি কর কাণ্ডে আন্দোলনের মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসককে হেনস্থার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে জিবি বৈঠকের পর পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছে জুনিয়র ডাক্তারদের মঞ্চ।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার অভিযোগ জানানোর জন্য কমিটি গঠন করেছে। নোটিসে জানানো হয়েছে। সৌরভ দত্ত ছাড়াও রাজ্যের এই কমিটিতে আছেন বারাসত মেডিকেল কলেজের চিকিৎসক দেবযানী বন্দ্যোপাধ্যায়। রয়েছেন চিকিৎসক যোগীরাজ রায়, অধ্যাপক সঞ্জীব চক্রবর্তী, অধ্যাপক সুনেত্রা কবিরাজ রায়,, অধ্যাপক দেবব্রত দাস ও অধ্যাপক স্মার্ত পুলাই।