কালীপুজো-দীপাবলিতে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন ‘সিত্রাং’ (Cycole Sitrang)-এর আশঙ্কা। তার মোকাবিলায় আটঘাট বেঁধে নেমেছে রাজ্য সরকার। কালীপুজো ও দীপাবলিতে (Diwali) সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করেছে নবান্ন। এই মুহূর্তে যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও ২২ অক্টোবরের মধ্যেই কাজে যোগ দিতে হবে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সব ছুটি বাতিল করে আগামিকাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন।
বেশ কয়েকদিন আগে থেকেই সিত্রাংয়ের পূর্বাভাস শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন সকালেই উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বিকেল থেকেই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করবে। ২৩ তারিখ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হবে। ২৪ তারিখ অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের রূপ নেবে নিম্নচাপটি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলাদেশের উপকূল। কালীপুজোর পরদিন রাজ্যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা তৈরি হল। বাংলায় ‘সিত্রাং’য়ের (Cyclone Sitrang) প্রত্যক্ষ প্রভাব পড়লে মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তাও ঠিক রাখতে বলা হয়েছে ।