আধার সমস্যার সমাধান হবে এবার হোয়াটসঅ্য়াপে। তার জন্য নতুন একটি নম্বর চালু করল রাজ্য সরকার। ওই নম্বরে আধার বাতিল সংক্রান্ত সমস্যার কথা জানালেই সমাধান হবে দ্রুত। নতুন ওই নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪।
কোন পোর্টালে সমস্যার সমাধান?
ইতিমধ্যে আধার সমস্যা সমাধানে একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। ওই পোর্টালের আইডি রাজ্যেরআধারসমস্যার.com।
রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দাদের অনেকেই অভিযোগ করছেন তাঁদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই সংক্রান্ত একটি চিঠিও পেয়েছেন তাঁরা। সেই সমস্যা সমাধানে রাজ্য সরকার পোর্টাল চালু করার ভাবনা আগেই জানিয়েছিল। এবার চালু করা হল বিশেষ হোয়াটসঅ্য়াপ নম্বর।
এদিকে আধার কার্ড বাতিলের অভিযোগ ভুয়ো বলে দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রণোদিতভাবে ভুয়ো অভিযোগ তুলছেন তিনি।