ইউক্রেনে(Ukraine) আটকে থাকা বাংলার ছাত্রছাত্রীদের(Bengal Students) জন্য এবার কন্ট্রোল রুম চালু করল নবান্ন(Nabanna)। বেশ কয়েকজন আইপিএস পদমর্যাদার অফিসারকে নিয়ে খোলা হয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র। পাশাপাশি সেখানে আটকে থাকা বাঙালিদের জন্যও খোলা হয়েছে সহায়তা কেন্দ্র(Control Room)। এই বিশেষ কন্ট্রোল রুমের নম্বর হল- ২২১৪৩৫২৬ এবং ১০৭০। জানা গেছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম।
ইউক্রেনে(Ukraine) আটক বাঙালিদের সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য নেই সরকারের হাতে। তাই দ্রুত ইউক্রেনে আটক বাঙালিদের জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের(District Magistrate)।
আরও পড়ুন- Ukraine Crisis: ইউক্রেনে আটকে সোনারপুরের পুস্পক, চিন্তায় ঘুম উড়েছে কামরাবাদের স্বর্ণকার পরিবারের
সূত্রের খবর, মুর্শিদাবাদ(Murshidabad), শিলিগুড়ি(Siliguri), উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলা থেকে পড়ুয়াদের ইউক্রেনে(Ukraine) আটকে থাকার খবর মিলেছে। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নবান্ন(Nabanna)। আপাতত ইউক্রেনে(Ukraine) আটকে থাকা পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোই লক্ষ্য কেন্দ্রের(Central Govt.)।