বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর অশান্তির ঘটনার খবর আসছে দেশের নানা প্রান্ত থেকেই। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। ঘটনার উল্লেখ না করে তার প্রেক্ষিতে টিভি চ্যানেলগুলিকে নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার (West Bengal Govt)। অভিযোগ, বেশ কিছু টিভি চ্যানেল ‘বিভ্রান্তিকর, সাম্প্রদায়িক এবং স্পর্শকাতর’ খবর পরিবেশন করছে। তাতে আইনভঙ্গের পাশাপাশি রাজ্যের শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মত নবান্নের (nabanna)।
সোমবার নবান্নের তরফে জারি করা ওই নোটিসে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বেশ কিছু টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত বিতর্কসভায় ‘শিষ্টাচারবহির্ভূত, উত্তেজক এবং সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়’ এমন ভাষা ব্যবহার করা হচ্ছে। টিভি চ্যানেলগুলি যাতে সংশ্লিষ্ট আইন মেনে চলে এবং নিজেদের কর্তব্য মনে রেখে খবর বা তথ্য পরিবেশন করে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে নবান্ন।
Rupankar Bagchi: কেকে বিতর্কের মাঝেই কেন্দ্র থেকে বড় সুযোগ! ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর
রাজ্য সরকারের নোটিসে কোনও বিশেষ বিষয়ের উল্লেখ না থাকলেও, রাজ্য তথা দেশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতেই এমন নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।