শুক্রবার অর্থাৎ ধর্মঘটের দিন কোনও ভাবেই ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। প্রত্যেককে গোটা দিন কাজ করতে হবে। কোনও কর্মচারী ছুটি নিলে তা ব্রেক ইন সার্ভিস হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। যদি কেউ ছুটি নেন কেউ সেক্ষেত্রে কেটে নেওয়া হবে তাঁর বেতন।
বকেয়া ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের (Strike of Government Employees) একাধিক সংগঠন। কিন্তু এই ধর্মঘটকে রুখে দিতে পাল্টা আসরে নেমেছে তৃণমূল।
আরও পড়ুন - অনুব্রতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য, সুকন্যার সম্পত্তি ও লেনদেনে নজর তদন্তকারী আধিকারিকদের
বৃহস্পতিবারই কড়া পদক্ষেপ করে নবান্ন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মচারী কোনও রকম ছুটি নিতে পারবেন না। এমনকি কেউ হাফ ডে ছুটি নিতেও পারবে না বলেই জানিয়েছে নবান্ন।