শনিবার থেকে রাজ্যে ফের শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি। এবার সেই কর্মসূচিতেই কলেজ পড়ূয়াদের অংশগ্রহণের আবেদন জানিয়েছে নবান্ন। এই মর্মে বিভিন্ন জেলার জেলাশাসকদের নোটিশ পাঠিয়েছে নবান্ন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলা দুয়ারে সরকারের শিবিরে ছাত্রছাত্রীদের অংশ নিতে উৎসাহিত করার কথা জানানো হয়েছে জেলাশাসকদের। এর ফলে রাজ্যের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলির সঙ্গে রাজ্যের ছাত্র-যুবরা পরিচিত হওয়ার সুযোগ পাবে বলেই মত সরকারের।
নবান্ন সূত্রে খবর, কলেজ পড়ুয়াদের অংশগ্রহণের জন্য জেলাশাসকদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানানো হয়েছে। তবে এই ঘটনার জেরে যাতে পড়াশোনার কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে জেলাশাসকদের। উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্পেশাল সেক্রেটারি শ্রীমতি চন্দনি টুডু এবং সরকারি কলেজগুলির সিনিয়র স্পেশাল সেক্রেটারি শিলাদিত্য এই বিষয়ে কোঅর্ডিনেট করবেন বলে খবর।
আরও পড়ুন-