বিভিন্ন জেলার প্রান্তিক মানুষকে একশো দিনের প্রকল্পে কাজ দেবে রাজ্য। এই প্রকল্পের জন্য আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নয় রাজ্য সরকার(West Bengal Govt.)। জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের(WB Health Dept.) অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন মনরেগা-র(Manrega) জব কার্ড হোল্ডাররা।
বুধবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর(WB Health Department)। সেখানে বলা হয়েছে, একশো দিনে যুক্তদের আয়ের ধারা বজায় রাখতে সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা পঞ্চায়েত দফতরের(WB Panchayet Department) সঙ্গে সমন্বয় রেখে তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ১০০ দিনের টাকা পায়নি রাজ্য। প্রকল্পে বিপুল টাকা বকেয়া রয়ে গিয়েছে। কেন্দ্রের কাছে সেই টাকা নিয়ে বারবার দরবার করলেও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন- Mid Day Meal: পঞ্চায়েতের আগে কল্পতরু, মিড-ডে মিলে মাংস দেবে রাজ্য সরকার, খাওয়া শেষে মিলবে ফল