দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রেমদিবস উদযাপনে 'কাঁটা' হয়ে দাঁড়ান চতুর্থ স্ত্রী রুবিয়া বিশ্বাস। সেই আক্রোশেই চতুর্থ স্ত্রীকে পিটিয়ে এবং গলা টিপে খুনের অভিযোগে উত্তাল করিমপুরের হায়তাপাড়া গ্রাম। সোমবার এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী টনি মণ্ডল। রাতেই নিহত বধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অভিযুক্ত টনি-সহ মোট ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।
মৃত রুবিয়ার পরিবারের দাবি, ৪ বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিযুক্ত। কিন্তু বেশ কিছুদিন ধরেই ফের তাঁদের মেলামেশা শুরু হয়। সেই প্রাক্তন স্ত্রীর আবদার রাখতে ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনা করে টনি মণ্ডল। কিন্তু সেই পরিকল্পনা জানতে পেরে রুবিয়া প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই বছর ছাব্বিশের রুবিয়াকে পিটিয়ে এবং গলা টিপে খুন করে অভিযুক্ত স্বামী। এমনকি, মৃত্যুর পর রুবিয়ার মুখে বিষ ঢেলে দিয়ে তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়। ঘটনার কথা জানতে পেরেই স্থানীয় থানায় টনি ও ৩ আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার বাড়ির সদস্যরা।
আরও পড়ুন- CAB On Ranji Trophy Final : বিনামূল্য রণজি ফাইনাল দেখার সুযোগ, প্রাক্তনদের আমন্ত্রণ জানাল সিএবি