সরস্বতী ঠাকুর বিসর্জনের সময় দুষ্কৃতীদের তাণ্ডব। দুষ্কৃতীদের মারে আহত একাধিক। চলল দেদার ভাঙচুর এমনকি ঠাকুরের অলংকারের ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিকপাড়া এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে মানিকপাড়া রীতায়ন ক্লাবের সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ। ওই বারোয়ারির একাধিক সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রাস্তার বৈদ্যুতিক আলো এমনকি প্রতিমা ভাঙচুর করা হয়।
আরও পড়ুন - বাড়ির গণেশের মূর্তি দিয়েই আট বছরের একরত্তিকে থেঁতলে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ
ঠাকুরের গায়ের রাখা গয়নাও চুরি হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপর শনিবার সকালে প্রতিমা রাস্তার ওপর এনে ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং সাজার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।