গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার। বৃহস্পতিবার মুর্শিদাবাদে গুলিবিদ্ধ নদিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল ইসলাম। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
নদিয়ার নারায়ণপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মতিরুল। এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত তিনি। মুর্শিদাবাদের টিয়া কাটা ঘাটে গিয়েছিলেন তিনি। সেখানেই গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। নদিয়ার সাদিপুরের বাসিন্দা তিনি।
আরও পড়ুন: ডিএ নিয়ে আন্দোলনে গ্রেফতার হওয়া ৪৭ জনকেই জামিন, শুক্রবার নির্দেশ আদালতের
এই ঘটনায় তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। তৃণমূলের সংখ্যালঘু সেলের নদিয়া জেলার সম্পাদক মিঠু শাহ অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে তাঁকে। আগেই খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, বুধবারই নদিয়া থেকে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এক দুষ্কৃতীকেও গ্রেফতার করে পুলিশ।