ফের ছাত্র মৃত্যু নদিয়ায়। প্রেমিকা অন্য সম্পর্কে রয়েছেন এমন সন্দেহেই আত্মঘাতী ওই যুবক। সুইসাইড নোটে লেখা ‘ নতুন সম্পর্কে ভাল থাকিস’ । নদিয়ার শান্তিপুরের ঘটনা। পলাশ শীল নামের ওই যুবক প্রথম বর্ষের পড়ুয়া। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
JU Student Death: স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যু, ধৃত সৌরভের ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজত
পরিবারের দাবি , প্রেম ঘটিত সমস্যা নিয়ে মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি লেগে থাকত নিহত যুবকের। কয়েকদিন আগেও সে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবার সূত্রে খবর। এদিকে, বৃহস্পতি বারেই হস্টেলের তিন তলার থেকে পড়ে মৃত্যু হয়েছে নদীয়ারই এক ছাত্রের। তা নিয়েও রণক্ষেত্র রাজ্য।