দু’দিন ধরে জ্বর কমছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো গেল না মহিলাকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল বলছে, ‘অজানা জ্বরে’ মৃত্যু। মৃতার পরিবারের অভিযোগ, তাঁর ডেঙ্গি হয়েছিল,জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও রক্ত পরীক্ষা করানো হয়নি। মৃতার নাম মৌসুমী সরকার।
Mathura Train Incident : ট্রেন চলতে চলতে উঠে পড়ল প্ল্যাটফর্মে, তারপর ?
৪৫ বছর বয়সি মহিলার অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন শান্তিপুর হাসপাতালের চিকিৎসকেরা। সেই তোড়জোড় চলছিল, তারই মধ্যে মঙ্গলবার মৃত্যু হয় ওই মহিলার। মৃতার পরিবারের অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যেও রোগ নির্নয় করতে পারেনি হাসপাতাল।
অন্যদিকে হাসপাতালের তরফে জানানো হয়েছে, রক্ত পরীক্ষা করা হয়নি বলে মহিলা ডেঙ্গি আক্রান্ত ছিলেন কিনা বলা যাবে না।