পারিবারিক অশান্তির জেরে সন্তানদের খুন করে আত্মঘাতী হলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা নৈহাটির শিবদাসপুরে। পেশায় শিক্ষক ওই ব্যক্তির নাম জ্যোতি প্রকাশ মন্ডল।
ঠিক কী হয়েছিল ?
জানা গিয়েছে পেশায় শিক্ষক যদি প্রকাশ এবং তার স্ত্রীর দুই সন্তান রয়েছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণে ওই বাড়িতেও থাকতেন না স্ত্রী। বাড়িতে ৯ বছরের মেয়ে এবং ৬ বছরের ছেলেকে নিয়ে একাই থাকতেন জ্যোতি প্রকাশ। সাংসারিক অশান্তির কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি।
আরও পড়ুন - তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারি কবে? জানিয়ে দিলেন তৃণমূলের তরুণ মুখপাত্র
কী ভাবে ঘটল ঘটনা?
সোমবার গভীর রাতে ছেলে এবং মেয়েকে বিষ খাইয়ে দেন জ্যোতিপ্রকাশ। এরপরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার খবর পেয়েই বাড়িতে ছুটে আসেন মৃত ওই ব্যক্তির স্ত্রী।