রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অবশেষে সরিয়ে দিল নবান্ন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে নন্দিনী পর্যটন দফতরের সচিব পদে দায়িত্ব সামলাবেন। গত শনিবার এই পদ থেকে নন্দিনীকে সরাতে নবান্নের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোম ও মঙ্গলবার এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া ছিল না নবান্নের। অবশেষে বুধবার এই প্রেস বিজ্ঞপ্তি। নিয়ম অনুযায়ী, রাজ্যপালের নতুন প্রধান সচিব কে হবেন, তা নিয়োগ করবে রাজ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু নাম রাজভবনের কাছে পাঠানো হয়েছে।
গত শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রায় দু ঘণ্টার বৈঠক শেষে রাজ্যপালের সঙ্গে তাঁর কথাকে গঠনমূলক বলেই দাবি করেছিলেন সুকান্ত। ওই দিন বিকেলেই রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে প্রথমবার কড়া বিবৃতি জারি করা হয়েছিল রাজভবন থেকে। ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে।
এখানেই শেষ নয়, তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানোর জন্য নবান্নের কাছে অনুরোধ পাঠিয়েছিলেন রাজ্যপাল। এরপরেই তিনি দিল্লি চলে যান। বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দেখা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও। নন্দিনী চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই অভিযোগ করেছিল বিজেপি।