রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম আগেই ঠিক হয়ে গিয়েছিল। ভগবতী প্রসাদ গোপালিকাকে মুখ্যসচিবের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি মুখ্যসচিবের দায়িত্ব নেবেন। আজই এই পদে মেয়াদ শেষ হরিকৃষ্ণ দ্বিবেদীর।
বছর শেষে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক পদেও রদবদল হবে। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যের ডিজির কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ায় সেই রদবদল জরুরি ছিল। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পদ সামলেছেন বিপি গোপালিকা।
চলতি বছর শুরুতে এই নন্দিনীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। আচমকাই তাঁকে সরিয়ে দেয় রাজভবন। পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদে আনা হয় তাঁকে।