পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে । রাজ্যপালের সচিব পদ থেকে সরানো পর থেকে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । প্রায় ৬ মাস পর আবারও সংবাদ শিরোনামে নন্দিনী চক্রবর্তী ।
জানা গিয়েছে, তাঁর পদ এবার সামলাবেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন । অন্যদিকে, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে, নন্দিনী চক্রবর্তীর প্রধান সচিবের পদ বহাল থাকছে ।
কেন এই বদল ? নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি নবান্নের তরফে । কিন্তু, কারণ নিয়ে নানারকম জল্পনাও তৈরি হয়েছে । তার মধ্যে একটা হল, মনে করা হচ্ছে পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে বনিবনা না হওয়াতেই এই রদবদল করা হয়েছে । সূত্রের খবর, বাবুলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার পরই সিদ্ধান্তে নেওয়া হয়েছে ।
নন্দিনীর জায়গায় ইন্দ্রনীল আসলেও, তাঁর সঙ্গে খুব একটা সু-সম্পর্ক নেই বাবুলের,এমনটাই কানাঘুষো শোনা যায় । সেক্ষেত্রে ইন্দ্রনীল আসায়, বাবুলকে কি আরও অস্বস্তিতে পড়তে হবে ? ইন্দ্রনীল আসায় বাবুল কিন্তু খুব খুশি, এমনটা নিজেই জানিয়েছেন মন্ত্রী । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদও জানান ।