কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সভায় তিনি কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই রাজ্যে তদন্ত করতে আসছে তখনই তাদের উপর হামলা চালানো হচ্ছে।
কী বললেন নরেন্দ্র মোদী?
পুরুলিয়ার সভায় নরেন্দ্র মোদী বলেন, তৃণমূলের নেতাদের অনৈতিক কাজ করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। আর তারপর যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসছে তখনই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে।
শনিবার ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র আধিকারিকরা হানা দিলে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এবার কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় মুখ খুললেন নরেন্দ্র মোদী।