হিংসা এবং অরাজকতা দূর করতে হবে। মতুয়া মেলা(Matua Mela) উপলক্ষে এভাবেই রাজ্যকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। মঙ্গলবার মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি(Harichand Thakur Birth Anniversary) উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ ঘিরে এখন রাজ্য রাজনীতি সরগরম।
নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) এই মন্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে। তবে কী প্রধানমন্ত্রীর এই মন্তব্যের নিশানা আসলে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের(Rampurhat Genocide) দিকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
বর্তমানে ভারতীয় সমাজে(Indian Society) বিভাজনের অপচেষ্টা চলছে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘এই সময়ে হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।’’ নারীশিক্ষা প্রসারে হরিচাঁদের ভূমিকার কথাও উঠে আসে তাঁর ভাষণে।
পাশাপাশি, মতুয়া সমাজের(Matua Society) থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।