তিন দিন নিখোঁজ থাকার পর ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের একটি পুকুর থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। পুকুর থেকে দেহ উদ্ধার করতে এলে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয়রা। এমনকি পুলিশকে মারধরের অভিযোগও উঠেছে।মৃত ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম অপ্রতিম দাস। বাড়ি মহামায়া তলায়।
জানা গিয়েছে রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে ছাত্রের দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। স্থানীয়রা জানান, অপ্রতিম তিন দিন আগে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপরই রবিবার উদ্ধার হয় তাঁর দেহ।
আরও পড়ুন - স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের জের, স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের। অভিযোগ, যুবক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।