নিজের প্রেমিক এবং বান্ধবীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগ এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। দীর্ঘদিন ব্ল্যাকমেল করে ২০ লক্ষ টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা। এই ঘটনায় ইতিমধ্যেই পেশায় শিক্ষিকা ওই তরুণী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই দুই তরুণী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। একজনের বাড়ি পঞ্চাশায়র এলাকায় অন্যজনের সার্ভেপার্ক থানায়। ধৃত প্রেমিক কলকাতা মেট্রো রেলে কর্মরত। অভিযোগ, ওই শিক্ষিকা তাঁর বান্ধবীর সঙ্গে প্রেমিকের আলাপ করিয়ে দেন। তিনজনেই মাঝে মাঝে ঘুরতে যেতেন খাওয়া-দাওয়া করতেন।
জানা গিয়েছে, প্রেমিকার ইন্ধনেই তাঁর বান্ধবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন অভিযুক্ত প্রেমিক। প্রেমের ফাঁদে পা দেন নির্যাতিতা। নিজের বাড়িতে একাই থাকতেন নির্যাতিতা। তাঁর বাড়িতেই সম্প্রতি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। তিনজনেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন - নাম বিভ্রাটের জের, চুঁচুড়ায় ভুল বাড়িতে তল্লাশিতে ইডি, এলাকায় শোরগোল
সেই দিন রাতেই বান্ধবীর সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করেন তরুণী। এরপর অভিযুক্তরা ওই ভিডিয়ো দেখে নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ এবং সোনার গয়না হাতিয়ে নেন। এরপর আরও টাকা চাইলে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা।