দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য শুরু হল রেশন ধর্মঘট। মঙ্গলবার থেকে বাংলায় মোট ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশের দিনই সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন-এর ডাকা ধর্মঘটের জেরে দেশের ৫ লাখের উপরে রেশন দোকানে তালা ঝুলবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, যত দিন না পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, অতিরিক্ত কোনও খরচের বোঝা নেওয়া সম্ভব নয়। একইসঙ্গে তাঁর অভিযোগ, বাংলায় রেশন দোকানদারদের উপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে।