ভাটপাড়ায় বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনায় জেলাশাসকের রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। মঙ্গলবার বোমা ফেটে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও ২ শিশু। ঘটনায় উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
কমিশনের নির্দেশ, জেলাশাসককে গোটা ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে দেখে পদক্ষেপ নিতে হবে। মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশও দিয়েছে কমিশন। এমনকী কমিশনের চিঠিতে ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। মঙ্গলবার ভাটপাড়া ২৮ নম্বর রেলগেটের কাছে দুটি বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে যায়। মৃত্যু হয় নিখিল পাসোয়ান নামে এক শিশুর। আহত হন আরও দুজন।
আরও পড়ুন: স্বামীর চরিত্র নিয়ে অভিযোগ তুললে দেখাতে হবে প্রমাণ, নির্দেশ বম্বে হাইকোর্টের
জানা গিয়ছে, ঘটনার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও সেখানে আরও একটি বোমা পড়েছিল। রেল পুলিশ না রাজ্য পুলিশ, কারা সেই বোমা উদ্ধার করে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপরই এলাকায় আসে বোম স্কয়্যাড।