বাংলার পঞ্চায়েত ভোটে শিশুদের রক্ত ঝরেছে। আর তা নিয়ে উদ্বিগ্নি জাতীয় শিশু সুরক্ষা কমিশন। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ শিশু জখম হয়েছে।
এই নিয়ে মঙ্গলবারই জাতীয় শিশু সুরক্ষা কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে রাজ্যের কাছে জবাব চাওয়া হয়েছে। অ্য়াকশন টেকেন রিপোর্টও চাওয়া হয়েছে।
মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন লিখেছে, "মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছে ৭-১১ বছর বয়সি ৫ শিশু। জঘঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা"। এই ঘটনাকে গুরুতর শিশু অধিকার লঙ্খন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শিশুদের দ্রুত চিকিৎসা ও দোষীদের চিহ্নিত করার আইনি পদক্ষেপ নিতে হবে, বলে বার্তা দেওয়া হয়েছে।
সোমবার ফরাক্কার ইমামনগর এলাকার একটি আমবাগানে খেলা করছিল ৫ শিশু। পড়ে থাকা বলে লাথি মারতে যায় একজন। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পাঁচ শিশুকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে য়ান। এরপর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।