Hanskhali Rape: আজ হাঁসখালিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি, দেখা করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে

Updated : Apr 14, 2022 08:17
|
Editorji News Desk

বৃহস্পতিবার হাঁসখালি (Hanskhali) যাচ্ছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (National Child Security Commission) প্রতিনিধি রূপালি বন্দ্যোপাধ্যায় সিংহ । সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন । জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছেন কমিশনের সদস্য সম্পাদক রূপালি বন্দ্যোপাধ্যায় সিংহ ।

উল্লেখ্য, মঙ্গলবারই হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা । নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী বলেন, পুলিশের ভূমিকায় যথেষ্ট সন্তুষ্ট । এফআইআর হওয়ার আগেই পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে । জেরা করছে অনেকজনকে । এটা একটা পকসো কেস । তার শাস্তিগুলো যাতে দেওয়া হয় সেটাই আমরা দেখব ।

আরও পড়ুন, Hanskhali Rape Case: 'বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের দেহ মাদুরে মুড়ে ছিনিয়ে নিয়েছিল', অভিযোগ নির্যাতিতার বাবার
 

এদিকে, বগটুইয়ের পর হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম(Fact Finding Team) পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব(BJP)। বিজেপির পাঁচ মহিলা নেতৃত্বকে নিয়ে গঠিত হয়েছে এই দল । সেখানে রয়েছেন যোগী সরকারের(Yogi Adityanath) ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, এবং তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন । জানা গেছে, হাঁসখালিতে(Hanskhali Rape Case) এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম ।

৫ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের(Rape)অভিযোগ ওঠে তৃণমূল(TMC) পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে । তীব্র যন্ত্রণা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পরদিন ভোরবেলায় ওই নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ । এরপর প্রমাণ লোপাটের জন্য নাবালিকার দেহ জোর করে শ্মশানে(Burning Ghat) দাহ করে ফেলা হয় বলেও অভিযোগ । শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায়, সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয় বলেও অভিযোগ ।

এদিকে, এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা ।- তাঁর অভিযোগ, "মেয়ে মারা যাওয়ার আধঘণ্টার মধ্যেই দলবল নিয়ে চড়াও হয় অভিযুক্ত ও তাঁর দলবল । বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে ফেলার হুমকি দিয়ে মাদুরে মুড়ে মৃতদেহ ছিনিয়ে নেয় । মৃতদেহ নিয়ে যাওয়ার পরে গ্রামেরই দুইজন এসে তাদের শ্মশানে যেতে বলে । শ্মশানে গিয়ে দেখি, সব শেষ ।" কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ঘটনার তদন্ত করেছে সিবিআই ।

Hanskhali Rape CaseNational Child Security CommissionRape

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে