সন্দেশখালির পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) থেকে প্রতিদিনই রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে।
জানুয়ারির শুরু থেকেই উত্তপ্ত সন্দেশখালি। সেই কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে কমিশন। সন্দেশখালি উত্তর ২৪ পরগনার অর্ন্তগত। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই জেলা-সহ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কমিশনের ‘বিশেষ বৈঠক’ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সিআরপিএফের নোডাল অফিসারের সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠকও করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
Farmers Protest: আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে কড়া ব্যবস্থা, জানাল আম্বালা পুলিশ
আগামী ৪ মার্চ রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের। ৫ মার্চ রাজনৈতিক দলগুলি এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশন। ৬ মার্চ বৈঠক হওয়ার কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। তার আগে কমিশনের কড়া নজরে আছে সন্দেশখালি।