১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে হবে। বাড়াতে হবে CNG ও বিদ্যুৎচালিত বাস (E-Vehicle)। মঙ্গলবার রাজ্যকে ৬ মাস সময়সীমা বেধে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পূর্বাঞ্চল বেঞ্চ (National Green Tribunal East Zone)। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ রাজ্যের কোনও জেলাতেই ১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি চালানো যাবে না।
মঙ্গলবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল রাজ্যকে হলফনামা দিয়ে জানিয়েছে, এর আগে নির্দেশ কার্যকরের কোনও নির্দিষ্ট সময়সীমা ছিল না। কিন্তু কলকাতা ও হাওড়াতে এখনও ১৫ বছরের পুরনো গাড়ি রাস্তায় দেখা যায়। তাই এই নির্দেশ কার্যকর করার সময়সীমা বেঁধে দিয়েছে পরিবেশ আদালত। এছাড়া পরিবেশ দূষণ রোধে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আদালতের নির্দেশ, কঠিন বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্কাশন করতে হবে। ব্যবহারযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যকেও আলাদা করতে হবে। তিনমাসের মধ্যে রাজ্যের পুলিশকে পর্যাপ্ত পরিমাণ শব্দসীমা নির্ধারণ যন্ত্র ব্যবহার করতে হবে। টাস্ক ফোর্স গঠন করে রাজ্যের সব থানায় নজরদারি চালাতে হবে।
আরও পড়ুন: স্ক্রুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রে রদবদল, মাধ্যমিকের প্রথম দশে আরও ১৮ জন
প্রসঙ্গত, রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সম্প্রতি জানান, কলকাতায় ১০০ শতাংশ সরকারি বাস বিদ্যুৎচালিত করার পরিকল্পনা করছে রাজ্য। ইতিমধ্যেই ১০০টি বিদ্যুৎচালিত বাস চলছে। আরও ৪০০টি বাস নামানোর পরিকল্পনা করছে রাজ্য। কলকাতার ট্রামলাইনে পরীক্ষামূলকভাবে ট্রলি বাস চালানোর কথাও ভাবছে রাজ্য।