পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা ঘিরে অশান্ত রাজ্যের একাধিক জেলা। এই আবহেই রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকতার কমিশনের ডিজি। মনোনয়ন পর্বে গোলমালের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন কমিশনের ডিজি (তদন্ত)।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রক্ষা করে পরিস্থিতি খতিয়ে দেখবে মানবাধিকার কমিশন। নির্বাচনের গোটা প্রক্রিয়া চলাকালীন রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিসও দিয়েছে কমিশন। সোমবার থেকে ফের শুরু হতে চলেছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঠাকুরনগর, আহতদের দেখতে হাসপাতালে শান্তনু
আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, একাধিক জেলায় অশান্তির খবর এসেছে।