ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েই মাথা মুণ্ডন করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তখনই তিনি জানান, তৃণমূল সরকারকে উৎখাত না করা অবধি মাথার চুল রাখবেন না। এবার কার্যত তাঁর পাশে দাঁড়িয়ে তৃণমূলের হামলার অভিযোগের স্মৃতি উস্কে ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় এলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তিনি কৌস্তভের মতো স্পষ্ট বার্তা না দিলেও তৃণমূলের হামলার স্মৃতিচিহ্ন হিসেবেই যে ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় হাজির হন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন আইএসএফের একমাত্র বিধায়ক।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। দফায় দফায় সংঘর্ষ বাধে দু'দলের সমর্থকদের মধ্যে। খবর পেয়ে নৌশাদ এলাকায় গেলে তাঁর গাড়ির ওপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ইটের আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। আক্রান্ত হন ভাঙড়ের বিধায়কও। এরপরেই ধর্মতলা মোড়ে অবস্থানে বসেন আইএসএফ কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের জন্য অচল হয়ে যায় শহর কলকাতা।