রাখি পূর্ণিমার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হাজির হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অসুস্থ বুদ্ধবাবুর জন্য দেশি কই এবং শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন নওশাদ। তবে বুদ্ধদেব ভট্টাচার্য তখন বিশ্রাম নিচ্ছিলেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি আইএসএফ নেতার। বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন তিনি৷
নওশাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তরুণ বিধায়ককেও নিজের শরীরের যত্ন নিতে পরামর্শ দেন মীরা। অল্প বয়সেই রাজ্য রাজনীতিতে ছাপ রাখায় ভাঙড়ের বিধায়কের প্রশংসাও করেন তিনি।
Dipankar De: ৭৯ বছরে কন্যা সন্তানকে হারালেন দীপঙ্কর দে, পাশে আছেন দোলন
কিছুদিন আগেই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। ১১ দিন পর খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সেই সময়ও হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ।
ভাঙড়ের বিধায়ক জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে থাকতে হচ্ছে চিকিৎসকদের তত্ত্বাবধানে।