পঞ্চায়েত ভোট হোক একাধিক দফায় । এমনই দাবি তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন ভাঙড়ের বিধায়ক । তাঁর কথায়, হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে পঞ্চায়েত ভোট যেন একাধিক দফায় করা হয় ।
নওশাদ বলেছেন, "এবার পঞ্চায়েতে পাঁচটি জেলা বেড়েছে । বুথ ও ভোটারের সংখ্যাও বেড়েছে । যদি যথেষ্ট বাহিনী না আনা যায়, তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার স্বার্থেই দফা বৃদ্ধি করা হোক ।"