বাম ও কংগ্রেস চাইলেই আসন্ন লোকসভা নির্বাচনে জোট সম্ভব। এই মন্তব্য করলেন ISF-র বিধায়ক নওশাদ সিদ্দিকি।
বৃহস্পতিবারই তাদের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৮টি কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে। অন্যদিকে বামেদের তরফেও ১৬টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে এখনও কোনও কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়নি।
আসন্ন লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস ও ISF-এর তরফে জোট করে ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ISF এবং বামেদের তরফে যাদবপুরের আসনটি নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল। ISF এর তরফে আগেই ওই আসনটি চাওয়া হয়েছিল। তবে তাদের শর্ত অনুযায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওই আসন থেকে প্রার্থী করা হলে সেখানে প্রার্থী দেবে না নওশাদ সিদ্দিকির দল।
যদিও প্রথম প্রার্থী তালিকা ঘোষণার দিনেই যাদবপুরে প্রার্থী ঘোষণা করে সিপিএম। তাদের তরফে প্রার্থী করা হয় সৃজন ভট্টাচার্যকে। তবে বৃহস্পতিবার প্রকাশ করা প্রাথমিক তালিকায় যাদবপুরের নাম নেই।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ৮টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ISF। বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী না করা হলেও যাদবপুর কেন্দ্র থেকে কোনও প্রার্থী ঘোষণা করেনি তারা। অর্থাৎ জোটের স্বপক্ষেই একপ্রকার বার্তা দিয়েছে নওশাদের দল। এখন দেখার বাম ও কংগ্রেস জোটের স্বপক্ষে কতটা রাজি থাকে।