হাই কোর্টের নির্দেশ মেনে রবিবার নেতাজি ইন্ডোরে সভা করবেন। কিন্তু পরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চান বলে জানালেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। শনিবার তিনি শাসক তৃণমূল ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি জানান, "ওটা জনগণের, ভারতের সম্পত্তি।" আদালতের অনুমতি নিয়ে পরে ওখানেই দলীয় সভা করতে চান বলে জানান নওশাদ।
প্রতি বছর ২১ জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ সমাবেশ করে তৃণমূল। ধর্মতলার এই জায়গাতেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়েছিলেন নওশাদ। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ আইএসএফের সেই আবেদনে শর্ত সাপেক্ষে সা দিলেও শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। ধর্মতলার পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার অনুমতি পায় আইএসএফ।
শনিবার নওশাদ জানিয়েছেন, আদালতের শর্ত মেনেই রবিবার ইন্ডোর স্টেডিয়ামে সভা করবে আইএসএফ। রাজ্য সরকার পুলিশ দিয়ে সভা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি।