নির্বাচনে ভালো ফল করার বিষয়ে আশাবাদী ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। গণনা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, স্বচ্ছভাবে ভোট গণনা হলেই ভালো ফল করবে বিরোধীরা।
নওশাদ সিদ্দিকি জানান, শাসক দলও বুঝতে পেরেছিল পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ভালো ফল করবে। আর সেকারণে প্রথম থেকেই বিরোধীশূন্য করার প্রচেষ্টায় ছিল তারা।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, তৃণমূলের নীচু স্তরের নেতা নেত্রীরা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না। সেকারণেই রাজ্যে হিংসার ঘটনা বাড়ছে।