বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এমনই অভিযোগ উঠেছে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। আইএসএফ বিধায়ক জানিয়ে দিলেন, সবটাই রাজনৈতিক চক্রান্ত। এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। বুধবার দুপুরে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন এক তরুনী। এই অভিযোগকেই রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছেন নওশাদ।
এক সংবাদমাধ্যমে নওশাদ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একবার পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল রাজ্যের শাসকদল। কিন্তু আটকে রাখতে পারেনি। ভোটের মুখে এসব করা হচ্ছে। নওশাদ জানান, তিনি রাজনীতি করতে এসেছে। আগে থেকেই জানেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হবে। তিনি প্রস্তুত।
এদিন তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করতে আসেন ওই তরুণী। অভিযোগকারী মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নওশাদ তাঁর সঙ্গে সহবাস করছেন। ওই মহিলা এয়ারপোর্ট থানার বাসিন্দা।