মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই (Naxal encounter in Chhatishgarh) নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের পুটকেলের জঙ্গলে এই গুলির লড়াইতে সিআরপিএফের ১৬৮ ব্যাটেলিয়নের এক জওয়ানের মৃত্যু (CRPF jawan died in Chhatisgarh) হয়েছে এবং আরও এক জওয়ান জখম হয়েছেন বলে জানিয়েছেন বস্তারের আইজি সুন্দররাজ।
আরও পড়ুন: নজিরবিহীন! ৬ মাসের জন্য বিধানসভা স্থগিত করে দিলেন রাজ্যপাল ধনখড়
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বসাগুড়া থানা এলাকার থিম্মাপুরে (Naxal encounter in Chhattisgarh)। জানা গিয়েছে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ১৬৮-তম ব্যাটেলিয়নের (CRPF jawan killed in Naxal encounter) একটি দল রাস্তা খোলা ও পরিষ্কার করার কর্তব্য পালনের জন্য বেরিয়েছিল। ওই সময়েই মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। ওই লড়াইতেই এক সহকারী কমান্ডেন্ট মারা যান। তাঁর নাম এস বি টিরকে।
রায়পুর থেকে ৪৪০ কিলোমিটার দূরের এই জায়গাটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।