প্রায় ৩ দশক পর জলপাইগুড়ি NBSTC ডিপো থেকে শুরু হল দার্জিলিং যাওয়ার বাস। প্রথম দিনই ভিড় উপচে পড়ল বাস স্ট্যান্ডে।
১৯৯০ সাল নাগাদ জলপাইগুড়ি রেসকোর্স পাড়া থেকে সরকারি বাস ছাড়ত। শান্তিপাড়া ডিপো হয়ে শিলিগুড়ি, কালিম্পং হয়ে দুপুরে দার্জিলিং পৌঁছে যেত। কয়েকবছর এই বাস চলার পর কোনও কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়। জলপাইগুড়ি থেকে মোটা টাকা গাড়িভাড়া নিয়ে দার্জিলিং যেতে হত। অথবা লোকাল ট্রেন ধরে শিলিগুড়ি হয়ে দার্জিলিং। বাস পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার জলপাইগুড়ির শান্তিপাড়ি সরকারি বাস ডিপো থেকে সকাল সাড়ে ৮টায় দার্জিলিং যাওয়ার বাস ছাড়ে। কাউন্টার খোলার ১৫ মিনিট আগে টিকিট বিক্রি হয়ে যায়। বাসে ৩০ জনের আসন ছিল। কিন্তু তার বেশি যাত্রী হয়। ওই বাসে জায়গা না থাকায় শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী বাস ধরবেন বলে জানা গেছে।