তুরস্কে উদ্ধারকাজ 'অপারেশন দোস্ত' সেরে শহরে পা রাখল এন ডি আর এফের দল। বিপদের সময় ভূমিকম্প বিধ্বস্ত তুর্কির দিকে প্রকৃত বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। শনিবার শহরে ফিরলেন ৫০ জন সদস্য। ভারত থেকে ১৫১ জন সেনা তুরস্কে গিয়েছিল উদ্ধারকার্যে, তারমধ্যে ৫০ জন কলকাতার৷ তাদের মধ্যে কেউ কেউ বাঙালিও।
শহরে ফিরে সেই অভিজ্ঞতা ভাগ করে নেন দলের ক্যাপ্টেন এবং সৈনরা৷ উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই ভয়াবহ ভূমিকম্পের পর কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল তুরস্ক৷ সেই সময় বন্ধুর মতো পাশে দাঁড়ায় ভারতের 'অপারেশন দোস্ত'।